100-days-of-code

আমি #100DaysOfCode চ্যালেঞ্জ এ অংশগ্রহন করেছি

সূচীপত্র

অনুবাদ

বাংলা - 中文 - deutsch - españolfrançais日本語 - 한국어nederlandsnorskpolski - português do Brasil - русскийукраїнська - srpski

আপনি যদি আপনার ভাষায় বিষয়বস্তু ও নিয়মাবলী অনুবাদ করে সাহায্য করতে আগ্রহী হন, তাহলে ‘intl’ ফোল্ডারের ভেতর একটি সাব-ফোল্ডার তৈরী করুন এবং আপনার অনুবাদকৃত ফাইল সেখানে রাখুন। এরপর একটি pull রিকোয়েষ্ট করুন (অথবা টুইটারে আমাকে DM করুন @ka11away)

আপনি যদি অংশগ্রহন করতে চানঃ

  1. #100DaysOfCode এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন। এই তালিকা থেকে আপনার পছন্দের কোন প্লাটফর্মে অন্যদের সাথে যুক্ত হোনঃ www.100DaysOfCode.com/connect এছাড়াও, এটি 100DaysOfCode এর Slack channel এর ইনভাইটেশন লিংক।
  2. পড়ুন Join the #100DaysOfCode
  3. এই repo টি Fork করুন এবং দিনলিপিতে অথবা বিকল্প হিসেবে R1 Log (R1 দ্বারা Round 1 বোঝায়) এ প্রতিদিন commit করুন। উদাহরন
  4. পরবর্তী ১০০ দিন প্রতিদিন কমপক্ষে ১ ঘন্টা কোড করুন
  5. প্রতিদিন কমপক্ষে দুই জন মানুষকে টুইটারে এই চ্যালেঞ্জে অংশগ্রহন করতে উৎসাহিত করুন!
  6. নিয়মাবলীতে দেয়া তারিখকে আপনি যে দিনে চ্যালেঞ্জটি শুরু করছেেন, সেই তারিখ দিয়ে পরিবর্তন করুন।
  7. দিনলিপিতে দেয়া উদাহরনগুলো মুছে দিন, অথবা কমেন্ট করে রাখুন, এবং আপনার নিজস্ব কার্যকলাপ যোগ করুন।
  8. আপনার প্রতিদিনের অগ্রগতি #100DaysOfCode হ্যাশট্যাগ দিয়ে টুইটারে টুইট করুন।
  9. 100DaysOfCode টুইটার বটকে ফলো করুন, এই টুইটার প্রোফাইল #100DaysOfCode হ্যাশট্যাগ রয়েছে এমন সকল টুইটকে রি-টুইট করে। এটি একটি অসাধারন উদ্যোগ যা আপনাকে প্রেরণা দিবে এবং এই কমিউনিটিতে অংশগ্রহনে উৎসাহ যোগাবে। এটি তৈরী করেছেন @amanhimself
  10. জরুরীঃ (নির্দিষ্ট নিয়মটি জানতে উপরের ৪ নম্বর নিয়মটি দেখুন) এই চ্যালেঞ্জটিতে অংশগ্রহনের জন্য টুইটার বা অন্য কোন প্লাটফর্মে অন্যদেরকে উৎসাহিত করুন, যখন তারা নিজেদের অগ্রগতি সম্পর্কে পোষ্ট করবে, সেখানে তাদের উৎসাহ দিন, তারা সমস্যার সম্মুক্ষিন হলে সাহায্য করুন। এভাবে আমরা একটি কার্যকরী ও সহায়ক কমিউনিটি হিসেবে বড় হবো, যা আমাদের কমিউনিটির সকলের সফলতার জন্য সহায়ক হবে। এছাড়াও আপনি আপনার চ্যালেঞ্জে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে পারবেন, সাথে সাথে আপনি কিছু মানুষের সাথে পরিচিত হতে পারবেন।
  11. যদি আপনি ভালো, সহায়ক নতুন কোন রিসোর্স খুজে পান যেটা অন্যদের সাহায্য করবে, তাহলে সেটি এই রেপোতে যুক্ত করতে একটি pull রিকোয়েষ্ট submit করুন, অথবা আমাকে টুইট করুন (নিচে টুইট করার লিংক দেয়া আছে)

অন্য কোন অভ্যেস পরিবর্তন করতে চান?

#100DaysOfX চ্যালেঞ্জ প্রজেক্ট দেখতে পারেন। আপনার অভ্যেস পরিবর্তন করা মানে আপনার জীবন পরিবর্তন করা। মনে রাখবেন শুরু করার সঠিিক সময় হচ্ছে এখনই।

আমার পরামর্শ থাকবে একসঙ্গে ২-৩ টির বেশি চ্যালেঞ্জে অংশ না নেয়া, একসঙ্গে সর্বোচ্চ ২ টি। যদি আপনি #100DaysOfCode চ্যালেঞ্জে অংশ নিয়ে থাকেন যাতে অনেক মানষিক কার্যকলাপ জড়িয়ে আছে, #100DaysOfHealth অথবা #100DaysOfFitness চ্যালেঞ্জে অংশ নিতে পারেন।

ওয়েবসাইটে আরো অনেক চ্যালেঞ্জ রয়েছে, সবগুলো দেখুন এবং আপনার যেটি প্রয়োজন সেই চ্যালেঞ্জটি গ্রহন করুন। ভাষা, লেখালেখি, ফটোগ্রাফি, রান্নাবান্না সহ আরো অনেক চ্যালেঞ্জ রয়েছে।

বিঃদ্রঃ